বাদশা খানের ৫৭তম জন্মদিন উপলক্ষে মুক্তি পেল পাঠান-এর টিজার।আর ছবির টিজারে মারমুখী অবতারে নজর কাড়লেন পাঠান শাহরুখ।সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই স্পাই থ্রিলার ফিল্মে কিং খানের বিপরীতে রয়েছেন দীপিকা পাডুকোন।ভিলেনের চরিত্রে দেখা যাবে জন আব্রাহামকে।আগামী বছর ২৫জানুয়ারি পর্দায় আসছে পাঠান।
আরও পড়ুন – Happy Birthday Shahrukh Khan : আবেগের আর এক নাম শাহরুখ
জন্মদিনে শাহরুখকে সবচেয়ে বড় উপহারটা দিলেন প্রযোজক আদিত্য চোপড়া।আর প্রিয় অভিনেতার জন্মদিনে পাল্টা গিফট পেলেন বাদশার ভক্তরাও।মুক্তি পেল বহু প্রতীক্ষিত স্পাই থ্রিলার ফিল্ম পাঠান-এর টিজার।অবশ্য জমজমাট এই স্পাই থ্রিলার ফিল্মের টিজার যে কিং খানের জন্মদিনে মুক্তি পাবে এমনটা আমরা জানিয়েছিলাম কয়েকদিন আগেই।ভক্তদের প্রত্যাশা পূরণ করে অবশেষে বুধবার প্রকাশ্যে এল পাঠান-এর টিজার।২০১৮-র শেষে মুক্তি পেয়েছিল শাহরুখের শেষ ছবি জিরো।বক্সঅফিসে ছবি চুড়ান্ত ব্যর্থ হওয়ার পর আর রূপোলি পর্দায় হিরো রূপে ধরা দেননি কিং খান।অবশ্য সম্প্রতি কালে রকেট্রি দ্য নাম্বি এফেক্টস ও ব্রহ্মাস্ত্র ছবিতে ক্যামিও রোলে দেখা গিয়েছে শাহরুখকে।
আরও পড়ুন – Shahrukh Khan: ৫৭ বছরে পড়লেন শাহরুখ, মন্নতের সামনে রাত থেকেই চলছে উৎসব
তবে দীর্ঘ চার বছরেরও বেশি সময় পর পাঠান-এর হাত ধরেই বলিউডে ফিরেছেন বলিউড বাদশ।ছবিতে র এজেন্ট পাঠান অবতারে নজর কাড়বেন তারকা।নায়িকার চরিত্রে ছবিতে দেখা যাবে দীপিকা পাডুকোনকে।ভয়ঙ্কর ভিলেনের চরিত্রে নজর কাড়বেন জন আব্রাহাম।ক্যামিও রোলে ধরা দেবেন জাসুস টাইগার ওরফে সলমন খানও।গতবছরই মুম্বই ছাড়াও স্পেন সহ ইউরোপের বেশ কিছু দেশে ছবির শ্যুটিং শেষ করে ফিরেছে টিম পাঠান।ছবির পোস্ট প্রোডাকশন পর্বও মিটে গিয়েছে ইতিমধ্যেই।অবশেষে প্রকাশ্যে এল পাঠান-এর বহু প্রতীক্ষিত টিজার।২৫জানুয়ারি ছবি মুক্তি পাবে।